পরিবেশ তৈরি
যারা লারাভেল এর প্রতি আগ্রহী তারা অবশ্যই PHP জানেন এবং কিছুটা হলেও কাজ করেছেন। তাই আশা করছি সকলেই LAMP(Linux, Apache, mySQL ও PHP) এর সাথে পরিচিত। তাই সাধারণ কিছু আলোচনা ছাড়া তেমন বিস্তারিত কিছু করবো না।
লারাভেল হোমস্টিড
লারাভেল নিজে তার ডেভেলপমেন্ট পরিবেশ হিসাবে লারাভেল হোমস্টিড কেই সবচেয়ে বেশি পছন্দ করে। তাই নিচে কিছু লিঙ্ক দিলাম হয়তো কাজে লাগবে।
নুরুজ্জামান মিলন এর হোমস্টিড বিষয়ে বাংলা আর্টিকেল
নাহিদ বিন আজহারের এর হোমস্টিড বিষয়ে বাংলা আর্টিকেল
হাসিন হায়দার এর ভ্যাগর্যান্ট পরিচিতি - Youtube চ্যানেল
LAMP Stack, MAMP, XAMP, WAMP
আপনি লিনাক্স বা ম্যাক এ সরাসরি LAMP Stack ইন্সটল করে নিতে পারেন অথবা আপনার OS অনুসারে MAMP, XAMP, WAMP বা অন্য কোনও কিছু ব্যবহার করতে পারেন যতক্ষণ পর্যন্ত নিচের প্রয়োজনীয় লিস্ট এর সব থাকে।
PHP >= 5.5.9
OpenSSL PHP Extension
PDO PHP Extension
Mbstring PHP Extension
Tokenizer PHP Extension
লিঙ্কঃ বাংলায় পিএইচপি কোর্সের ইনস্টলেশন অধ্যায়
ভারচুয়াল হোস্ট
আমাদের প্রোজেক্ট আনুশিলন করার সময় অবশ্যই একটি ভারচুয়াল হোস্ট তৈরি করে নিন, যেমন project.one যার ডকুমেন্ট রুট এর শেষ অংশ project.one/public
। আশা করি সমস্যা হবে না যদি হয় তবে নিচের Comment এ জানান, আমরা এই অংশটি সংযোজিত করব।
Last updated