মধ্যবর্তী প্রোজেক্ট - ১

পূর্বশর্ত

আপনাকে অবশ্যই আগের অধ্যায় গুলো সম্পর্কে ধারনা থাকতে হবে।

বিষয়

আমাদের প্রধান বিষয় হবে গত অধ্যায়ে যে মডেল শিখলাম তার ব্যবহার। দ্বিতীয় বিষয় হবে আগে যে অধ্যায় গুলো শেষ করেছি সেগুলোকে একসাথে করে সবার মধ্যে সংযোগ স্থাপন করানো।

পরিকল্পনা

একটি খুবিই সাধারণ ব্লগ। টুইটার বুটস্টারপ ব্যবহার করবো। শুরুতে, আমরা লারাভেল এনভায়রনমেন্ট তৈরি করবো, লারাভেল ইন্সটল করবো। যাতে একজন নতুন ব্যবহারকারি সহজ বোধ করে।

ব্লেড টেমপ্লেট ও ভিউঃ

ইনডেক্স পেইজঃ যেখানে সব পোস্ট গুলোর লিস্ট থাকবে এক্সসারপ্ট সহ। পোস্ট এর টাইটেল এ মূল পোস্ট এর লিঙ্ক থাকবে।

একক পোস্ট পেইজঃ যেখানে একটি পোস্ট এর টাইটেল ও পুরো কন্টেন্ট দেখাবে।

এডমিন ইনডেক্স পেইজঃঃ যেখানে সব পোস্ট গুলোর লিস্ট থাকবে এডিট/ডিলিট/লাইভ করার জন্য।

এডমিন নতুন পোস্ট পেইজঃ নতুন পোস্ট তৈরি কারার পেইজ।

এডমিন পোস্ট এডিট পেইজঃ এডিট করার জন্য।

মেনুঃ টুইটার বুটস্টারপ এর সাধারণ মেনু হবে।

কন্ট্রোলার ও মডেলঃ

কন্ট্রোলার এর মাধ্যমে আমরা ভিউ তে ডাটা পাঠাবো ও মডেল ব্যবহার করে CRUD করবো।

মাইগ্রেশনঃ

একটি টেবিল এর জন্য মাইগ্রেশন তৈরি, টেবিল তৈরি করতে হবে।

এলোকোয়েন্টঃ

এলোকোয়েন্ট এর ব্যবহার।

রিকোয়েস্ট ও ইনপুট ফ্যাসাদঃ

এটি নতুন এবং প্রোজেক্ট করার সময়ই শিখে নিবো।

উল্লেখ্য

এই প্রোজেক্টটি শুধুমাত্র শেখার জন্য, মূলত এই বই এর পূর্ববর্তী অধ্যায় গুলোকে অনুশীলন ও আলাদা আলাদা বিষয় গুলো কিভাবে এক সাথে কাজ করে তা জানার জন্য।

Last updated