লারাভেল ইন্সটল ও প্রোজেক্ট শুরু

প্রস্তুতি

আসুন নিচের কমান্ডটির মাধ্যমে আমাদের প্রোজেক্ট project.one ইন্সটল করি।

composer create-project laravel/laravel project.one

ভার্চুয়াল হস্ট কনফিগার করার জন্য আমার host(OS X path: /private/etc/hosts) ফাইলে নিচের অংশ

#Project 1 - howtocode.com.bd
127.0.0.1   project.one

ও httpd-vhosts.conf(OS X path: /Applications/MAMP/conf/apache/extra/httpd-vhosts.conf) ফাইলে নিচের অংশ

<VirtualHost *:80>
    DocumentRoot "/Applications/MAMP/htdocs/project.one/public"
    ServerName project.one
</VirtualHost>

আপনি নিশ্চয় বুজতে পারছেন এই প্রোজেক্টটি করার সময় আমি MAMP ব্যবহার করছি।

এবার এড্রেস বার এ http://project.one দিয়ে দেখি

এই প্রোজেক্টতে আমরা ব্লেড টেম্পলেট দিয়ে Form তৈরি করবো তাই আসুন laravelcollective/html যোগ করে নেই আমাদের প্রোজেক্ট এ। প্রয়োজনে ব্লেড টেমপ্লেটিংঃ HTML ও Forms অংশটি আরেকবার দেখে নিন।

এবার একটি mySQL ডাটাবেজ তৈরি করে ফেলুন। ধরি,

Database Name: blog

server: 127.0.0.1 মানে আপনার লোকাল হোস্ট

User: root

Pass: root

তাহলে এবার .env ফাইলটি খুলুন ও নিচের মতো পরিবর্তন করুন।

DB_HOST=127.0.0.1
DB_PORT=3306
DB_DATABASE=blog
DB_USERNAME=root
DB_PASSWORD=root

বিশেষ করে ইউজার এর নাম ও পাসওয়ার্ড আপনার মতো করে দিন। এই কন্সটান্ট গুলো ব্যবহার হয়েছে config/database.php ফাইলে। লক্ষ্য করুন, আপনি যদি .env ফাইলে 'DB_CONNECTION' কন্সটান্টটি সেট না করে থাকেন তাহলে সাধারণ ভাবে লারাভেল mySQL ডাটাবেজকেই সেট করে নিবে।

এবার নিচের কমান্ডটি দেই

composer require doctrine/dbal

এ ব্যাপারে মাইগ্রেশন অধ্যায়ে আলোচনা হয়েছে।

মাইগ্রেশন ও post টেবিল তৈরি

টার্মিনালে আমাদের প্রোজেক্ট ডাইরেক্টরি তে থেকে নিচের কমান্ডটি দেইঃ

php artisan make:migration create_posts_table --create=posts

বিষয়ে মাইগ্রেশন অধ্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এবার project.one/database/migrations ভিতরের xxx_xx_xx_XXXXXX_create_posts_table.php ফাইলটি খুলি ও নিচের মতো পরিবর্তন করি।

class CreatePostsTable extends Migration
{
    /**
     * Run the migrations.
     *
     * @return void
     */
    public function up()
    {
        Schema::create('posts', function (Blueprint $table) {
            $table->increments('id');
            $table->string('title', 255);
            $table->text('content');
            $table->tinyInteger('status')->default(0);
            $table->timestamps();
        });
    }

    /**
     * Reverse the migrations.
     *
     * @return void
     */
    public function down()
    {
        Schema::drop('posts');
    }
}

এবার project.one/database/migrations ভিতরে দেখুন আরও দুটি মাইগ্রেশন ফাইল আছে, সেগুলো ডিলিট করে দিন কারণ এখুনি আমাদের ওগুলো লাগবে না। এবার নিচের কমান্ডটি দেইঃ

php artisan migrate

তাহলে আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় টেবিলটি তৈরি হয়ে গেল।

তাহলে আজ আমাদের প্রোজেক্ট শুরু হল।

কি ভাবে সোর্স কোড পাওয়া যাবে?

গিটহাব এর project.one রিপজিটোরিটি ফোর্ক করুন এবং আপনার সিস্টেমে ক্লোন করুন।

এই অধ্যায়ের সোর্স কোড পেতে

git checkout a522ab7ba

সর্বশেষ কমিট পর্যন্ত পেতে আবার নিচের কমান্ডটি দিন

git checkout master

Last updated