লারাভেল একটি পুর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক। এর গঠন বা syntax খুবই সহজ ও পরিষ্কার। ক্লাস ও ফাংশন গুলো সুন্দর সাজানো গোছানো। কখনও আপনি ডকুমেন্টেশন দেখে অনুমান করে নিতে পারবেন পরবর্তি ফাংশন কী হবে। নিজের সক্রিয়তা বজায় রেখে নতুন সূত্র বা পদ্ধতি সংযোগ করার ব্যবস্থাতো থাকছেই। লারাভেল আপনাকে অনেক স্বাধীনতা দিচ্ছে। লারাভেলের ভার্সন আপগ্রেড বা আপনার লেখা কোডের ভার্সন আলাদা ভাবে রাখতে পারছেন।