লিঙ্ক ও সিঙ্গেল পেইজ
গত পর্বে আমরা আমাদের ইনডেক্স পেইজ বানিয়েছিলাম, আজ পোস্ট এ ক্লিক করে পুরা পোস্টটি দেখতে নতুন রাউট, কন্ট্রোলার ও ভিউ বানাবো।
আসুন প্রথমে আমাদের রুট বানিয়ে ফেলি routes.php ফাইলে।
Route::get('post/{id?}', 'PostsController@show');
এবার project.one/app/Http/Controllers/PostsController.php এর ভিতর show মেথডটি বানাই।
public function show($id){
$post = Post::find($id);
if($post == null) return redirect(action('PostsController@index'));
return view('posts.single', compact('post'));
}
এবার project.one/resources/views/posts ডাইরেক্টরি তে single.blade.php নামে নিচের মতো ভিউ বানাই।
@extends('master')
@section('title', '|| Post')
@section('content')
<div class="col-md-12">
<article>
<h1>{!! $post->title !!}</h1>
<div>
<p class="post-info"><span>Created at: {{$post->created_at->format('d-M-Y')}}</span></p>
</div>
<div class="single-post-content">
{!! $post->content !!}
</div>
</article>
</div>
@endsection
ইনডেক্স পেইজ এর লিঙ্ক এ ক্লিক করলে যেন এই ভিউ তে আসে সেজন্য পোস্ট এর লিঙ্কটা project.one/resources/views/posts/index.blade.php ফাইলে পরিবর্তন করে দিয়ে আসি, পরিবর্তনের পর ফাইলটি হবে এরকমঃ
@extends('master')
@section('title', 'Posts')
@section('content')
<div class="col-md-12">
@if (count($posts))
@foreach($posts as $post)
<article>
<a href="{!! action('PostsController@show', $post->id) !!}"><h1>{!! $post->title !!}</h1></a>
<div>
<p class="post-info"><span>Created at: {{$post->created_at->format('d-M-Y')}}</span></p>
</div>
<div class="post-excerpt">
{!! str_limit($post->content, 150) !!}
</div>
</article>
<hr>
@endforeach
@else
<h1>Hi, you've landed in our First Prject!</h1>
<h2>Sorry, We don't have any post right now.</h2>
@endif
</div>
@endsection
কি ভাবে সোর্স কোড পাওয়া যাবে?
গিটহাব এর project.one রিপজিটোরিটি ফোর্ক করুন এবং আপনার সিস্টেমে ক্লোন করুন।
এই অধ্যায়ের সোর্স কোড পেতে
git checkout dcf3ab9
সর্বশেষ কমিট পর্যন্ত পেতে আবার নিচের কমান্ডটি দিন
git checkout master
কথাও বুঝতে সমস্যা হোলে নিচে কমেন্ট করুন, প্লিজ।
Last updated